- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-২-২০২৩, সময়ঃ রাত ০৮:১৯
পলাশবাড়ীর মাঝিপাড়ায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত : আহত ৫
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার পলাশবাড়ীতে মাঝিপাড়া নামক এলাকায় কোচ, কাকড়া ও অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ও আহতরা গাইবান্ধা জেলার বাসিন্দা।
স্থানীয় বেতকাপা ইউপি সদস্য সোহেল মিয়া জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিপাড়া রেজাউলের বাড়ীর সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রীমি পরিবহন ও গাইবান্ধা হতে পলাশবাড়ী মুখি ট্রাক্টর (কাকড়া) ও অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনসহ ২ জন অটোযাত্রী নিহত হয়।
এতে আরও ৫ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে পলাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের নাম জানা না গেলেও নিহত দুজন পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২) ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া।
এ বিষয়ে পলাশবাড়ী থানা ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, এ দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।